রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আজ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হলো-

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরঃ

১. গুণফল = কী ?

২. গুণফল গুণক = কী ?

৩. ৭২৩×৬৪ =৪৬২৭২ এখানে গুণক কত ?

৪. ৮২৩×৩৫৬ = ; খালিঘরে কত হবে ?

৫. ভাজ্য ভাজক = কী ?

৬. ভাজ্য ভাগফল = কী ?

৭. ভাজক×ভাগফল = কী ?

৮. ভাজক×ভাগফল +ভাগশেষ = ?

৯. (ভাজ্য -ভাগশেষ) ভাগফল = ?

১০. (ভাজ্য-ভাগশেষ) ভাজক = ?

১১. আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটার জন্য____করতে হয় ?

১২.বন্ধনীর পূর্বে বিয়োগ চিহ্ন থাকলে বন্ধনী তুললে বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন___করতে হয়। 

১৩. গাণিতিক বাক্যে 

যোগ____বিয়োগের পূর্বে কিসের কাজ করতে হয় ?

১৪.রাশিগুলোরযোগফল রাশিগুলোর সংখ্যা = কী ?

১৫. গড় ×রাশিগুলোর সংখ্যা = কী ?

১৬.৩৬৪ টাকা, ৫৪১ টাকা, ৭৭৫ টাকা এর গড় কত ?

১৭. কোন সংখ্যা যেকোন সংখ্যারই গুণনীয়ক ?

১৮. ১২ এর গুণনীয়কগুলো লিখ ?

১৯. ২০ থেকে ৩০ এর মধ্যে কোন কোন সংখ্যা মৌলিক ?

২০. ল.সা.গু এর পূর্ণ শব্দ লিখ ?

২১. গ.সা.গু এর পূর্ণ শব্দ লিখ ?

২২. গুণনীয়কের অপর নাম কি ?

২৩. সম্পর্ক প্রতীক কয়টি ?

২৪. প্রক্রিয়া প্রতীক কি কি ?

২৫. বন্ধনী প্রতীকগুলো লিখ ?

২৬. সংখ্যা প্রতীক কয়টি ?

২৭. ভগ্নাংশ কাকে বলে ?

২৮. লব কাকে বলে ?

২৯. হর কাকে বলে ?

৩০. যেসব ভগ্নাংশের হর একই তাদেরকে কোন ধরনের ভগ্নাংশ বলে ?

৩১. সমতুল ভগ্নাংশ কাকে বলে ?

৩২. মানের ঊর্ধ্বক্রম বলতে কী বুঝ ?

৩৩. মানের অধঃক্রম বলতে কী বুঝ ?

৩৪. তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ লেখ। 

৩৫. তিনটি সম লব বিশিষ্ট ভগ্নাংশ লেখ। 

৩৬. কয়েকটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় হবে ?

৩৭. কয়েকটি সমলব বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি ছোট হবে ?

৩৮. এর দুটি সমতুল ভগ্নাংশ লেখ?

৩৯. এর বিপরীত ভগ্নাংশ লেখ?

৪০. কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর?

৪১. কোন ধরনের ভগ্নাংশ ?

৪২. এর বিপরীত ভগ্নাংশ কত ?

৪৩. কোন ধরনের ভগ্নাংশ ?

৪৪.১ কোন ধরনের ভগ্নাংশ ?

৪৫. .০৯+৯.০০৯+৯৯.০০০৯ = কত ?

৪৬. .০৩-.০০০৩= কত ?

৪৭. ১০০.০১ এবং ১.১১ এর বিয়োগফল কত ?

৪৮. .০০০৭ থেকে .০০০৩ বিয়োগ করলে বিয়োগফল কত হবে ?

৪৯. ৪.০১ টাকা-২.৯২ টাকা = কত ?

৫০. ৫% লাভ কথাটির অর্থ কী ? 

উত্তরমালা

(১) গুন্য×গুণক (২) গুন্য (৩) ৬৪ (৪) ২৯২৯৮৮ (৫) ভাগফল (৬) ভাজক (৭) ভাজ্য (৮) ভাজ্য (৯) ভাজক (১০) ভাগফল (১১) হিসাব (১২) পরিবর্তন (১৩) গুণ ও ভাগ (১৪) গড় (১৫) রাশিগুলোর যোগফল (১৬) ৫৬০ টাকা (১৭) ১ (১৮) ১,২,৩,৪,৬,১২ (১৯) ২৩, ২৯ (২০) ল.সা.গু =লঘিষ্ঠ সাধারণ গুণিতক (২১) গ.সা.গু =গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (২২) উত্পাদক (২৩) ৬টি (২৪)+, -,×,

(২৫) ( ), {},[ ] (২৬) ১০ টি (২৭) কোন বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহূত হয় তাকে ভগ্নাংশ বলে(২৮) ভগ্নাংশের ক্ষেত্রে দাগের ওপর যে সংখ্যা লেখা হয়, তাকে লব বলে (২৯) ভগ্নাংশের ক্ষেত্রে দাগের নিচে যে সংখ্যা লেখা থাকে, তাকে হর বলে (৩০) সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে (৩১) দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে (৩২) ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখাকে মানের ঊর্ধ্বক্রম বলা হয় (৩৩) বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখাকে মানের অর্ধঃক্রম বলা হয়

(৩৬) যে ভগ্নাংশটির লব বড় সে ভগ্নাংশটি বড় হবে (৩৭) যে ভগ্নাংশটির হর বড় সে ভগ্নাংশটি ছোট হবে 

(৪১) প্রকৃত ভগ্নাংশ 

(৪৩) অপ্রকৃত ভগ্নাংশ (৪৪) মিশ্র ভগ্নাংশ (৪৫) ১০৮.৯৯৯ (৪৬) ০.০২৯৭ (৪৭) ৯৮.৯ (৪৮) ০.০০০৪ (৪৯) ১.০৯ টাকা 

(৫০) ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন